বাংলাদেশের জন্ম বা বংশোদ্ভূত অনেক বিশিষ্ট জন আছে যারা আমেরিকায় সফল উল্লেখযোগ্য ব্যাক্তিত্ব। তাই সবাইকে নিয়ে লিখলাম৷
- ১) তনিমা তাসনিম- ২০২০ সালের ১০ উল্লেখযোগ্য বিজ্ঞানীর একজন তনিমা[1]
- ড. মুহম্মদ আলি ভুইয়া জর্জিয়ার থেকে যুক্তরাষ্ট্রের কনগ্রেস প্রার্থী তুসকিজি বিশ্ববিদ্যালয়ের সাবেক নির্বাহী পরিচালক এবং উদ্যোক্তা শিল্পের বিশিষ্ট অধ্যাপক ছিলেন।
- জাওয়েদ করিম- Youtube এর সহপ্রতিষ্ঠাতা এবং প্রথম ইউটিউব এ ভিডিও আপলোড কারী৷
- আরিয়ানা আফিসার - সাবেক মিস ক্যালিফোর্নিয়া, ২০১১ তে মিস আমেরিকার প্রতিযোগীতায় টপ টেন ছিলেন।
- মাকসুদুল আলম - বিজ্ঞানী এবং অধ্যাপক।
- জালাল আলমগীর- রাজনীতি বিশেষজ্ঞ এবং অধ্যাপক।
- আবুল হুসাম - সনো আর্সেনিক ফিল্টারের আবিষ্কারক
- আব্দুস সাত্তার খান - রসায়নবিদ এবং জেট ফুয়েলের উদ্ভাবক।
- ফজলুর রহমান খান - মর্ডান স্ট্রাকচাল ইঞ্জিনিয়ারিং এর পথপ্রদর্শক।
- সালমান খান -খান একাডেমির প্রতিষ্ঠাতা। এটি একটি অলাভজনক শিক্ষা নিয়ে তথ্যচিত্র নির্মাণসহ বিভিন্ন কার্যক্রম চালানো প্রতিষ্ঠান।
- মোহাম্মদ আতাউল করিম - ইলেক্ট্রিক্যাল প্রোকৌশলি। [2]
- সুমাইয়া কাজি - সুমাজির প্রতিষ্ঠাতা। যা BusinessWeek বলে পরিচিত। এটা আমেরিকার তরুণ উদ্যোক্তা দের সেরা উঠে আসার ক্ষেত্রে সেরা কর্মস্থল বলে বিবেচিত হয়।
- ইকবাল জেড কাদির (জন্ম: ১৩ই আগস্ট, ১৯৫৮) একজন বাংলাদেশী-মার্কিন শিল্পোদ্যোক্তা। গ্রামীনফোনের প্রতিষ্ঠাতা
- কামাল কাদির -উদ্যোক্তা, বাংলাদেশী অনলাইন মার্কেটিং এবং অর্থ হস্তান্তরের অনলাইন মাধ্যম সেলবাজার ও বিকাশের প্রতিষ্ঠাতা। (এ দুই কাদির ভাই হয়)
- কালি এস.ব্যানার্জী - পরিসংখ্যানবিদ এবং অধ্যাপক।
এছাড়াও উল্লেখযোগ্য ব্যাক্তিত্বঃ
- রাইস ভুইয়ান - তীরন্দাজ
- সুবির চৌধুরী - লেখক এবং ব্যবস্থাপনা পরিচালক
- মি. মাসুম আলি - বল স্টেট বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যানের বিশিষ্ট অধ্যাপক
- হেনসেন ক্লার্ক - যুক্তরাষ্ট্রের কংগ্রেসম্যান ছিলেন
- হাসান এম. এলাহি - মিডিয়া ব্যক্তিত্ব
- ফজলে হুসাইন - মেকানিক্যাল প্রকৌশলীর অধ্যাপক, পদার্থবিদ, এবং হউটসন বিশ্ববিদ্যালয়ের ভুগবেষক
- দিপা মা - যোগব্যায়ামের শিক্ষিকা।
- সেজান মাহমুদ - পদকজয়ী ঔপন্যাসিক
- শমি পাটোয়ারী - ডিজানার মিউজিক ভিডিও এর পরিচালক
- আনিকা রহমান -Ms. Foundation for Women এর সিইও।
- বাদল রয় - তবলা বাদক (তবলচি), পার্কাশনিস্ট, এবং রেকর্ডিং শিল্পী।
- রেইহান সালমান -আমেরিকান রক্ষণশীল রাজনৈতিক দলের ভাষ্যলেখক', 'The American Scene; এর ব্লগার, The Atlantic Monthly এর সহযোগী সম্পাদক
- শিখে - গায়ক
- আসিফ আযম সিদ্দিক - মহাকাশবিজ্ঞানের ইতিহাসবেত্তা; ফোরঢাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক
- মি. ওসমান সিদ্দিক - সাবেক যুক্তরাষ্ট্রের এম্বাসেডর।
- পলবাসা সিদ্দিক - গায়ক
- নরসিংহ শীল -ওয়েস্টার্ন অরেগন বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক
- সুপ্রিম আণ্ডারস্ট্যাণ্ডিং - লেখক, প্রকাশক, এক্টিভিটিস্ট এবং Nation of Gods and Earths এর সুষ্পষ্টবাদী বক্তা ও সদস্য
- মণিকা ইউনুস - বাংলাদেশী-রাশিয়ান- মার্কিনী অপেরা শিল্পী[3]
0 Comments