Advertisement

কোন কোন দেশে নেকাব ও বোরকা নিষিদ্ধ করা হয়েছে?

বেশকিছু মুসলিম দেশ পুরো ইউরোপ জুড়ে ইসলামোফোবিয়ার জের ধরে কোথাও বোরকা আবার কোথাও নেকাব নিষিদ্ধ করা হয়েছে। ইউরোপের প্রথম দেশ হিসেবে ফ্রান্স প্রায় ২০১১ সালে নিকাব নিষিদ্ধ করে। বেলজিয়াম, স্পেন, শাড, ক্যামেরুন, নাইজেরিয়া সহ বেশ কয়েকটি দেশে নেকাব এবং বোরকাকে নিষিদ্ধ ঘোষনা করা হয়েছে। আরও অনেক দেশে নিষিদ্ধ ঘোষনার প্রক্রিয়া চলছে।

এছাড়া উল্লেখযোগ্য কয়েকটি দেশের নাম এবং কবে নিষিদ্ধ করেছে তা জেনে নিনঃ

  • ফ্রান্সে ৫০ লাখ মুসলমানের বাস। ২০১১ সালের ১১ এপ্রিল এই আইন কার্যকর হয়। বোরকা বা নেকাব পড়লে জরিমানার বিধান রাখা হয়েছে আইনে।
  • ২০১৫ সালে আইন করে বোরকা নিষিদ্ধ করা হয় নেদারল্যান্ডসে। জনসমক্ষে, স্কুল, হাসপাতাল ইত্যাদির মতো জায়গায বোরকা ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা রয়েছে।
  • ২০১৯ সালের ১ জুলাই থেকে সুইজারল্যান্ডের লুগানো, লোকারনো, মাগাদিনোসহ বেশ কয়েকটি এলাকায় বোরকা নিষিদ্ধ হয়। কেউ জনসমক্ষে বোরকা পড়লে ৯ হাজার ২০০ ইউরো পর্যন্ত জরিমানা।
  • ইটালির বেশ কয়েকটি শহরে নেকাব নিষিদ্ধ। ৭০-এর দশকেই মুখ ঢেকে রাখা সব ধরনের ইসলামিক পোশাকের ওপর নিষেধাজ্ঞা জারি করে ইটালি।
  • ২০১৭ সালের সেপ্টেম্বরে এশিয়ার মুসলিমপ্রধান দেশ তাজিকিস্তান বোরকা ও হিজাব নিষিদ্ধ করে। এই আইন অমান্য করলে কোনো সাজার ব্যবস্থা রাখা হয়নি।
  • আফ্রিকার ৯৯ শতাংশ মুসলিম ধর্মাবলম্বীর দেশ মরক্কোতে ২০১৭ সালের জানুয়ারিতে বোরকার উৎপাদন, আমদানি ও বিক্রি নিষিদ্ধ করা হয়।

ছবি ইন্সটাগ্রাম ও তথ্যসুত্রঃ 👇👇👇

Post a Comment

0 Comments