Advertisement

বিয়ের আগেই কোন কোন অভ্যাসগুলি আমাদের গড়ে তোলা উচিত?

  1. সেক্স। এই বাপারটায় আপনাকে একটু মনযোগী হতে হবে। কেউ কেউ বলবেন এর থেকে আরো গুরুত্বপূর্ণ জিনিস আছে। আর আমি মনে করি, লম্বা বিবাহিত জীবনের জন্য এটার ভূমিকা এখন অনেকটা বেশি। বিয়ের আগে আমি আপনাকে সেক্স করতে বলছি না। তবে এমন কিছু ব্যায়াম করুন যেটা সেক্স এর জন্য উপকার হবে। নিজেকেযতটা পারেন ফিট রাখতে চেষ্টা করুন। খাদ্যাভ্যাস এর ব্যপারে মনোযোগী হন।
  2. Commitment এর প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে। husband এর প্রতি wife এর Commitment এবং wife এর প্রতি husband এর Commitment এর ব্যাপারে সজাগ দৃষ্টি রাখা অবশ্যই কর্তব্য।
    তবে ইংরেজিতে একটা কথা পড়েছিলাম "Before marriage, a man declares that he would lay down his life to serve you. After marriage, he won't even lay down his newspaper to talk to you ~ Helen Rowland"
  3. বিশ্বস্ততা। অবিশ্বাসের চেয়ে দ্রুত কোন কিছুই বিয়েকে ধ্বংস করে না। একবার বিশ্বাস ভেঙ্গে গেলে তা ফিরে পাওয়া প্রায় অসম্ভব হতে পারে। বিশ্বস্ত থাকা এবং ক্রমাগত বিশ্বাস গড়ে তোলাই ভাল। বিয়ের আগে থেকে হবু বর বউ কথা বললে এমন কোন ব্যবহার করা উচিৎ না যেন একজনের প্রতি অন্যজনের বিশ্বাস করার ক্ষেত্রে সন্দেহের দানা বাধে।
  4. রোমান্স। বিয়ের আগে যখন ভাবতেন আমার বউ থাকলে এই ভাবে রোমান্স করবো । ওইভাবে রোমান্স করবো। বা গফ এর সাথে যেভাবে রোমান্স করতেন ঠিক ওইভাবে wife এর সাথে রোমান্স করার মানসিক প্রস্তুতি নিতে হবে।
  5. সামঞ্জস্যতা বজায় রাখা শিখতে হবে। নিজের রাগকে কন্ট্রোল করা শিখতে হবে।
  6. ক্ষমা করা শিখতে হবে। ক্ষমা করো , ভুলে যাও। এই নীতি অবলম্বন করা ভালো। যদি বড় ধরনের কোন ভুল না করে থাকে।
  7. সারাদিন নিজের মধ্যে গুমোট ভাব না রেখে একটু মজা করার অভ্যাস করাটা ভালো। এটা সবার জন্যই মঙ্গল

Post a Comment

0 Comments