Advertisement

ইউটিউব থেকে ভিডিও কীভাবে ডাউনলোড করা যায়?

আমি অ্যান্ড্রয়েড ফোনের ক্ষেত্রে খুব সহজ একটা উপায় দিচ্ছি। উইন্ডোজেও এটা কাজ করে।

ছবি সমেত ধাপে ধাপে বুঝতে সুবিধে হবে।

এইটা হোল, ব্রাউজারে খোলা কোন ইউটিউব ভিডিও। অ্যাপে খুললেও করা যায়। তাও বলছি পরে।

এখানে উপরে কি একটা ইউআরএল দেখতে পারছেন?

তার গোড়ায় গিয়ে একটু ফেরবদল করতে হবে।

youtube এর সামনে সব কেটে 'ss' বসিয়ে দিন। তারপর এন্টার করলেই এই পেইজটা খুলবে।

এখানে আবার একবার টিপলেই আপনি লভ্য কোয়ালিটি এবং ফরম্যাট বেছে ডাউনলোড মারতে পারেন।

পছন্দসই ফরম্যাট বেছে একটু চেপে রাখলেই, এই উইন্ডোটা খুলবে।

ডাউনলোড লিংক চাপলেই, কেল্লাফতে

আচ্ছা, যা বলছিলাম। অ্যাপ হলে কী করবেন? কিছুই নয়।

আগে ভিডিওটিতে যাবেন।

তারপর ওপরে দেওয়া শেয়ার বোতাম চাপবেন।

তারপর লিংক কপি করবেন।

এবং ব্রাউজারে এই লিংক লেপন করে চালাবেন।

এবার তো সেই, আগে যেটা করেছিলেন। ইউআরএল-এর সামনে 'ss' বসিয়ে, মনের সুখে ডাউনলোড করুন।



Second Method to download from youtube:


সিম্পল! আপনি ইউটিউবের যে ভিডিওটি ডাউনলোড করতে চাচ্ছেন সেটি প্লে করবেন। তারপর ঐ ভিডিওর URL এ ক্লিক করবেন। তারপর লিংকের শুরুতে 100 এড করে ENTER অথবা GO প্রেস করবেন। তারপর একটু অপেক্ষা করবেন। অডিও-ভিডিও ডাউনলোডের অপশন পেয়ে যাবেন।

আরেকটি উপায় আছে তা হলো, আগের ঐ 100 এর জায়গায় 10- এড করে আগের সিষ্টেম ফলো করলেই হবে।

Post a Comment

0 Comments